আজঃ রবিবার ০৮-০৯-২০২৪ খ্রিস্টাব্দ || বঙ্গাব্দ
প্রতিষ্ঠানের অর্জন

যশোর জেলার বৃহত্তর উপজেলা মণিরামপুর-এ প্রত্যাশা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটি ১৯৯৯ সালে স্থাপিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার অল্প সময়ের ব্যবধানেই এই উপজেলার শিক্ষিত ব্যক্তিবর্গের দৃষ্টিগোচর হয় এবং কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন কাজের গুরুত্ব অনুধাবন করায় প্রতিষ্ঠানটির সুনাম দিন দিন বৃদ্ধি পায়। প্রতিষ্ঠালগ্ন থেকে স্ব-উদ্যোগে পরিচালিত হয়ে সরকার কর্তৃক স্বীকৃতি পাওয়ার পর কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করে প্রতিষ্ঠান যা অর্জন করেছে তার কছিু অংশ উল্লেখ করা হলো-

* প্রত্যাশা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটি সরকার কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানের অর্জিত অর্থের দ্বারা অল্প কিছু সংখ্যক লোকের কর্মসংস্থনের সুযোগ সৃষ্টি করেছে।

* বাংলাদেশ কারগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রদেয় সার্টিফিকেট গ্রহণ করে শিক্ষিত বেকার যুবক-যুবতীরা বিভিন্ন সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠানে কর্ম সংস্থানের সুযোগ পেয়েছে এবং তাদের পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করছে।

* প্রত্যাশা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করে শিক্ষিত জনগোষ্ঠি নিজ উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।

* কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করে বহু বাংলাদেশী ছেলে-মেয়েরা তাদের কর্মদক্ষতার ফলে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে নিতে সক্ষম হয়েছে।

* কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দক্ষ জনশক্তি তৈরিতে যথেষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।  

* প্রতিষ্ঠানটি বর্তমান সময়ে স্মার্ট বাংলাদেশ গড়ার যথেষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করছি ইনশাআল্লাহ।