শিক্ষিত বেকার যুবক-যুবতীদের ভাগ্যোন্নয়নের জন্য দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে ১৯৯৮ সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে (১) বাবু সন্তোষ কুমার বোস, (২) মোঃ আতিয়ার রহমান ও (৩) মোঃ মিজানুর রহমানসহ আরও কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ একত্রিত হয়ে কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটারের যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলার প্ররিকল্পনা গ্রহণ করা হয় এবং সেটি ১৯৯৯ সালের জানুয়ারি মাসের ১ (এক) তারিখ থেকে পরিচালতি হবে মর্মে মোঃ মিজানুর রহমান সাহেবের উপর সকল দায়িত্ব অর্পন করা হয়। বিগত ১৯৯৯ সালে ''প্রত্যাশা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটি" মণিরামপুর উপজেলাধীন মণিরামপুর শহরের মধ্যস্থানে আত্মপ্রকাশ করে ০৭/০৩/২০০০খ্রি: তারিখে জাতীয় বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নট্রামস), বগুড়া কর্তৃক সার্টিফিকেট কোর্স পরিচানার অনুমতি পায়। শিক্ষিত বেকার যুবক-যুবতীদের চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদনের প্রয়োজনীয়তা দেখা দেয়। যার প্রেক্ষিতে পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদনের সিদ্ধান্ত হলে সকল দায়িত্ব পরিচালক মোঃ মিজানুর রহমান সাহেবের উপর অর্পিত হয়। প্রত্যাশা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র (পিসিসিটি)-এর পরিচালক মোঃ মিজনুর রহমান সাহেবের অক্লান্ত পরিশ্রমের ফলে ২০০৪ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা থেকে প্রথম ৬ (ছয়) মাস মেয়াদি সার্টিফিকেট-ইন-ডেটাবেস প্রোগ্রামিং(৭৯) কোর্স পরিচালনার অনুমতি পায়। পরবর্তীতে শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে আবেদন সাপেক্ষে বোর্ড কর্তৃক ২০০৫ সালে ৬ (ছয়) মাস মেয়াদি সার্টিফিকেট-ইন-কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স পরিচালনার অনুমোদন লাভ করে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কারিগরি শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পাওয়ার ফলে শিক্ষার্থীর সংখ্যাও দিনি দিন বৃদ্ধি পায় । চাহিদার তুলনায় অনৃমোদিত আসন কম হওয়ায় পুনরায় আবেদনের প্রেক্ষিতে ২০১০ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে আসন সংখ্যাবৃদ্ধির অনুমতি পায়। বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রগতির ফলে ১ (এক) বছর মেয়াদি এ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সের গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় সেটিও নিয়মতান্ত্রিক ভাবে আবেদন সাপেক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ২০২৩ সালে অনুমোন লাভ করে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে।